শেখ আবদুল মুরাদ
বাঙ্গালীর রাজনৈতিক ইতিহাস
প্রাচীন কাল থেকে বাঙ্গলা ভাগ (১৯৪৭)
“Political History of Bengali” – This book explores the formation of Bengali identity, from the ancient kingdoms of Gangaridai to the medieval Bengal Sultanate, and examines the complex factors leading to Bengal’s division in 1947. The Bengal Sultanate, which ruled from 1346 to 1576, played a significant role in shaping Bengali culture and identity. Sultans encouraged the development of Bengali literature and art. One of the most pivotal events in Bengali history was the partition of Bengal in 1947, which was largely driven by communal tensions between Hindus and Muslims. The book likely examines the complex factors that led to this division, including the role of British colonial policies and the rise of Hindu nationalist movements in India
প্রথম পরিচ্ছেদ
বাঙ্গালী একটি ঐতিহাসিক জাতি
বাঙ্গালী জাতি হল দক্ষিণ এশিয়ার অন্যান্য জাতি থেকে আলাদা একটি বৈচিত্র্যময় মিশ্র জাতিগোষ্ঠী, যারা প্রথামিক ভাবে বঙ্গ অঞ্চলের স্থানীয় বাসিন্দা এবং বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বরাক উপত্যকা, নিম্ন আসাম ও ঝাড়খন্ডে বসবাস করে। এছাড়াও আন্দামান, অরুণাচল প্রদেশ, দিল্লি, ওড়িশা, ছত্তীশগড়, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড এবং দক্ষিন ভারতের রাজ্যগুলোতেও উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে। ‘গণপ্রজাতন্ত্রী’ বাঙ্গলাদেশ বাঙ্গালী জাতির প্রতিষ্ঠিত স্বাধীন সার্বোভৌম রাষ্ট্র। এছাড়া এক বৃহৎ সংখ্যক বাঙ্গালী নেপাল, মধ্যপ্রাচ্য, পাকিস্তান, মায়ানমার, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইতালি, সিঙ্গাপুর, মালদ্বীপ, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ায়, বিশ্বব্যাপী সুপ্রতিষ্ঠিত প্রবাসী বাঙালিদের সমাজ তৈরি করেছে।
নৃতাত্ত্বিক পরিচয়
বাঙালী কোন একটি মৌলিক জাতি নয়, বাঙালী একটি মিশ্র বা শঙ্কর জাতি। প্রাক দ্রাবিড় যুগের নেগ্রিটো ও আদি অস্ত্রাল জাতি (Proto-Australoid) গোষ্ঠির সহিত স্থানীয় প্রাচীন জাতি – সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, কোরা, লোধা ইত্যাদি জাতি গোষ্ঠির মিশ্রনে বাঙালী জাতির ভিত্তি স্থাপিত হয়েছে। তারপর দক্ষিণ ভারত থেকে আসা বিভিন্ন দ্রাবিড় জাতি গোষ্ঠি, হিমালয় পেরিয়ে আসা কোচ, মেচ ইত্যাদি মোঙ্গোলিয়ান জাতি গোষ্টি, ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা আল্পীয় বা আল্পাইন জাতি গোষ্ঠি এবং মধ্যপ্রাচ্য থেকে আসা সেমেটিক, তুর্কি ইত্যাদি জাতি গোষ্ঠি, সবাই মিলে মিশে আজকের এই বাঙ্গালী জাতি তৈরি হয়েছে। সারা পৃথিবীতে বাঙ্গালী তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠি, হান চাইনিজ ও আরবদের পরেই।
ধর্মীয় অনুষঙ্গ
প্রাতিষ্ঠানিক ধর্মমত অনুশীলনের দিক থেকে বাঙ্গালিরা একটি বৈচিত্র্যময় জাতিগোষ্ঠী। তবে বর্তমানে বাঙ্গালিদের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী জনসংখ্যার আধিক্য বিরাজমান। সারা বিশ্বের বাঙ্গালীদের মধ্যে প্রায় ৭০% বাঙ্গালিই ইসলাম ধর্মের অনুসারী। তার পরেই হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন। হিন্দুদের মধ্যে আবার বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি নানা বিভাগ রয়েছে। সেইসঙ্গে বৌদ্ধ, খ্রিস্টান, মতুয়া, আদিবাসী (সার্না) ইত্যাদী নানা ধর্ম ও মতবাদের মানুষরাও রয়েছে। বর্তমানে অনেক বাঙ্গালী কোন প্রাতিষ্ঠানিক ধর্মমতে বিশ্বাস না করে নিজেদেরকে মানবতাবাদি ভাবতে ভাল বাসেন।
যে বিষয়গুলি এই বই-তে আলোচনা করা হয়েছে।
- বাঙ্গালী একটি ঐতিহাসিক জাতি
- নৃতাত্ত্বিক পরিচয়
- ধর্মীয় অনুষঙ্গ
- নামের ব্যুৎপত্তি
- প্রাচীন ইতিহাস
- গৌড়েশ্বর শশাঙ্ক
- পাল বংশ
- কৈবর্ত্য বিদ্রোহ
- সেন বংশ
- বখতিয়ার খিলজি
- বাঙ্গলা সালতানাত
- মুঘল অধীনে বাঙ্গলা
- বাঙ্গলা সন
- শিকদারের ন্যায়বিচার
- মধ্যযুগে সামাজিক বিবর্তন
- বর্গি লুণ্ঠন
- পলাশির যুদ্ধ
- ওয়াহাবি বিদ্রোহ
- আধুনিক শিক্ষার প্রসার
- হিন্দু জাতীয়তাবাদী চেতনার বিকাশ
- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
- বেঙ্গল প্যাক্ট
- সম্প্রদায়গত রোয়েদাদ
- পুনা চুক্তি
- হিন্দু-মুসলমান বিরোধ
- ভদ্রলোকদের হতাশা
- কোলকাতা হত্যাযজ্ঞ
- গণহত্যার প্রস্তুতি
- তেভাগা আন্দোলন
- বাঙ্গলা ভাগের জন্য প্রচার অভিযান
- অবিভক্ত বাঙ্গলার জন্য প্রচেষ্টা
- বাঙ্গলা ভাগ
সম্পর্কিত ভিডিও – ইউটিউবে দেখুন এবং সাবস্ক্রাইব করুন।